Kpl 2024 Updates





Down the MemoryLane

Rules Update(2024 এর রুলসেট)

  • 1.খেলার নিলাম 18 আগস্ট , রবিবার সকাল 9 টাথে কে শুরু হবে । সকল মালিককে সময়ের মধ্যে অবশ্য ই পৌঁছাতে হবে ।
  • 2. খেলার মোট নিলামের অঙ্ক থাকবে 10000 KPL Point । এই পয়েন্টের মধ্যে প্রত্যেক টিমকে আইকন প্লেয়ার সহ মোট 18 টি প্লেয়ার কিনতে হবে । Icon player এর PRICE থাকবে 1800 KPL point.
  • 3. প্লেয়ার এর কোয়ালিটি অনুযায়ী প্লেয়ারদে র BASE PRICE নির্ধারণ করা হবে কমিটির দ্বারা এবং কোনো প্লেয়ারের BASE PRICE থেকেই তার নিলাম আরম্ভ হবে ।
  • 4. প্রত্যেকটি BID 50 KPL POINT করে এগোবে এবং 1500 KPL POINT এর পরে 100 KPL POINT করে এগোবে ।
  • 5. নিলামে ন্যূনতম 18টি প্লেয়ার কেনা বাধ্যতামূলক ।
  • 6.এই বছর খেলায় ছটি করে ওভারসিজ প্লেয়ার খেলতে পারবে এবং নিয়মগুলি নিচে বলা হয়ে ছে ----
  • (A) যদি খেলার প্রথম ইনিংসে কোন টিম ছটি ওভারসিজ ও পাঁচটি লোকাল প্লেয়ার নিয়ে মাঠে নামে তবে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার সময় তাকে যে কোনো একটি ওভারসিজ প্লেয়ার ইম্প্যাক্ট করে লোকাল প্লেয়ার নামা তে ই হবে এবং খেলার প্রথম ইনিংসে যদি কোনো টিম পাঁচটি ওভারসিজ ও ছটি লোকাল প্লেয়ার নিয়ে মাঠে নামে তবে সে দ্বিতীয় ইনিংসে একটি ওভারসিজ প্লেয়ার চাইলে মাঠে নামাতে পারে ।
  • (B) কোন টিম যদি ছয়টি ওভারসিজ প্লেয়ার খেলাতে ইচ্ছুক থাকে তাহলে সে টি শুধুমাত্র একটি ইনিংসের জন্যই সম্ভব হবে ।
  • (C) লোকাল প্লেয়ারে র উপর কোন বাধ্যবাধকতা নেই , কোন টিম চাইলে ১১ জনই লোকাল প্লেয়ার খেলাতে পারে ।
  • 7. নিলাম শেষ হবার পর যদি কোন টিমের প্লেয়ার এক্সচেঞ্জ করানোর থাকে তা হলে নিলাম শেষ হবার দুদিনের মধ্যে কমিটিকে জানাতে হবে । প্লেয়ার এক্সচেঞ্জ করা নিয়মগুলি নিচে বলা হলো ----
  • (A) প্লেয়ার এক্সচেঞ্জ করার ক্ষেত্রে দুটি প্লেয়ার সহ দুই টিমের মালিক কে রাজি থাকতে হবে।
  • (B) প্লেয়ার এক্সচেঞ্জ করতে গেলে দুটি প্লেয়ার এর মধ্যে 150 KPL পয়েন্টের ব্যবধানের মধ্যে করতে হবে। 150 KPL পয়েন্টের ব্যবধানের ঊর্ধ্বে কোন প্লেয়ার এক্সচেঞ্জ হবে না।
  • (C) প্লেয়ারের এক্সচেঞ্জের সময় COMMITTEE কে FEE বাবদ মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। যেটি দুই টিমের মালিকের দ্বারাই পেমেন্ট(500+500) করতে হবে ।
  • 8. KPL টুর্নামেন্টের পুরনো টিমগুলি কে একটি করে RTM কার্ড দেওয়া হবে যদি তারা শুধুমাত্র পুরনো টিম থেকে ই আইকন প্লেয়ার করে । (শুধুমাত্র পুরনো টিমগুলির ক্ষেত্রে )
  • 9. এই বছর কোনরকম টিম এক্সচেঞ্জ করা যাবে না , পুরনো মালিক ও পুরনো টিমের নামে যারা রেজিস্ট্রেশন করেছে তারা ই শুধুমাত্র RTM কার্ড পাবে ।
  • 10. নিলামে নূন্যতম একটি এমার্জিং প্লেয়ার কেনা বাধ্যতামূলক।(১৯ বছর বয়সের নিচে )
  • 11.সাপোর্ট হেল্পলাইন নম্বর - 6296471117(Roni) ,8777306063(Ajay)
  • Informations Doc

    Player PDF
    Owner Informations
    Rules & Regulation

    Kashipur Premier League (KPL) Overview

    Inception and Early Years

    2017: A group of young boys from Kashipur organized the first season of the Kashipur Premier League (KPL), a franchise-based short-hand flash ball cricket tournament.

    • Champion: Crazy Boys (CB) defeated BBSS in the final.

    Interruption Period

    2018 & 2019: The tournament was postponed due to unavoidable circumstances.

    Revival and Subsequent Seasons

    2020: Despite the challenges posed by COVID-19, the tournament was revived by a group of boys from Kashipur in collaboration with Jonaki Sangha.

    • Season 2 Champion: Rudrapur Sabuj Sangha defeated Crazy Boys (CB) in the final.

    2021:

    • Season 3 Champion: Crazy Boys (CB) defeated Rudrapur Sabuj Sangha in the final.

    2022:

    • Season 4 Champion: ABBYS defeated HDDF in a close encounter.

    2023:

    • Season 5 Champion: 11 Spartan defeated TSK in a super over.

    Future Plans

    Season 6 (2024): The upcoming season promises to be much bigger and more happening, jointly organized by Jonaki Sangha and the KPL core team.